শের শাহ দেখে আপ্লুত আলিয়া ভাট
শের শাহ দেখে প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থে মজলেন আলিয়া! অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখলেন ‘তুমি দুর্দান্ত’। পাশাপাশি তাঁর প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রাকেও অভিনন্দন জানান।
অ্যামাজন প্রাইমে স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেয়েছে কার্গিল যুদ্ধের হিরো বিক্রম বাত্রার বায়োপিক শের শাহ। যুদ্ধের সময় ভারতীয় সেনার কমান্ডিং অফিসার তাঁকে এই নামেই ডাকতেন। সেই সুত্রেই ছবির নামকরণ। ছবি মুক্তির ৪ দিন পরেও ইতিবাচক সমালোচনা ছবিকে ঘিরে।
আলিয়া তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘মাস্ট ওয়াচ ছবি। এই ছবি কাঁদিয়েছে, আবার হাসিয়েছে। সিদ্ধার্থ, তুমি স্পেশাল ছিলে। তুমি এবং কিয়ারা দুর্দান্ত কাজ করেছো। ছবির কলাকুশলীদের অভিনন্দন।‘আলিয়ার এই ইনস্টা স্টোরিতে নতুন সম্পর্ককে উসকে দেওয়া হয়েছে। বলিউডে কানাঘুষো সম্পর্কে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি। তাঁর ইনস্টাগ্রামে সেই প্রসঙ্গও ছুঁয়ে গিয়েছে।