শেষ ওভারে নাটকীয় জয় কলকাতার

Share Now..


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদকে ৫ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার (৪ মে) হায়দারাবাদের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রানের লড়াকু সংগ্রহ পায় কলকাতা।

রিঙ্কু সিং ৩৫ বলে ৪৬, অধিনায়ক নিতিশ রানা ৩১ বলে ৪২, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ১৫ বলে ২৪ ও ইংল্যান্ডের জেসন রয় ১৯ বলে ২০ রান করেন। হায়দারাবাদের দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো জানসেন ও টি নটরাজন ২টি করে উইকেট নেন। ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় জয়ের কাছে গিয়ে হারতে হয় হায়দারাবাদকে।

শেষ ওভারে জয়ের জন্য ৯ রানের প্রয়োজন হয় হায়দারাবাদের। শেষ ওভারে মাত্র ৩ রান দেন কলকাতার স্পিনার বরুন চক্রবর্তী। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করতে সক্ষম হায়দারাবাদ। শেষ পর্যন্ত ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা।

দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার অধিনায়ক আইডেন মার্করাম ৪১, হেনরি ক্লাসেন ৩৬ ও আব্দুল সামাদ ২১ রান করেন। কলকাতার পক্ষে শারদুল ঠাকুর ও বৈভব অরোরা ২টি করে উইকেট নেন। ২০ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন কলকাতার বরুন। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে কলকাতা। অন্যদিকে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে হায়দারাবাদ।

2 thoughts on “শেষ ওভারে নাটকীয় জয় কলকাতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *