শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের জয়ের নায়ক সোহান

Share Now..

শেষ ওভারে জয়ের জন্য রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ২৬ রান। কাইল মায়ার্সের করা ২০তম ওভারে ৩০ রান তুলে নিয়ে রংপুরকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন দলটি অধিনায়ক নুরুল হাসান সোহান। এই নিয়ে টানা ছয় ম্যাচে সবকটিতে জিতলো উত্তরবঙ্গের দলটি। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক সোহান। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন তামিম ও নাজমুল হোসেন শান্ত। শান্ত ৩০ বলে ৪১ ও তামিম ৩৪ বলে ৪০ রান করে আউট হন। এরপর কাইল মায়ার্সের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে বরিশাল। মায়ার্স ২৯ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। রংপুরের পক্ষে কামরুল রাব্বি নেন ২টি উইকেট।

১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ফর্মে থাকা অ্যালেক্স হেলসের উইকেট হারায় রংপুর। মাত্র ১ রান করে ফিরে যান এই ইংলিশ ব্যাটার। এরপর সাইফ হাসান ও তৌফিক খান মিলে শুরুর ধাক্কা সামাল দেন। তবে দ্রুতই জোড়া উইকেট হারায় রংপুর। সাইফ ১৯ বলে ২২ ও তৌফিক ২৮ বলে ৩৮ রান করে ফিরে যান। এরপর খুশদীল শাহকে সঙ্গে নিয়ে বরিশালের বোলারদের ওপর চড়াও হন ইফতিখার আহমেদ। ৯১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

তবে দলীয় ১৫৭ রানে ৩৬ বলে ৪৮ রান করে আউট হন ইফতিখার। তার বিদায়ের পর মারমুখী ব্যাটিং চালিয়ে যান খুশদীল। ২৩ বলে ৪৮ রান করে তিনি আউট হলে জয়ের আশা শেষ হয়ে যায় রংপুরের। 

জয়ের জন্য শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। ওভারের প্রথম বলেই ছক্কা মেরে জয়ের স্বপ্ন জিইয়ে রাখেন সোহান। পরের চার বলে আরও চার বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন তিনি। তাতে সমীকরণ দাঁড়ায় ১ বলে ২ রানে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুরকে অবিশ্বাস্য এক জয় এনে দেন সোহান। ৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন রংপুরের কাপ্তান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *