শেষ ওয়ানডেতে ডাক পেলেন হাসান মাহমুদ

Share Now..

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে সীমিত ওভারের সিরিজে খেলার পর জায়গা হারিয়েছিলেন তিনি।

রোববার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তানজিম সাকিবের জায়গায় হাসান মাহমুদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়াও তানজিম সাকিবের চোটের খবর দেওয়া হয়েছে। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘তানজিম তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা ও অস্বস্তি অনুভব করছে। আজকের অনুশীলনে সে ভালো বোধ করেনি এবং আগামীকাল খেলার জন্যও সে ফিট নয়।’ 

সোমবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হবে দুই দলের সিরিজ নির্ধারণী লড়াই। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে লঙ্কানরা। 

One thought on “শেষ ওয়ানডেতে ডাক পেলেন হাসান মাহমুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *