শেষ হলো ৫ম রানার প্রেসিডেন্ট গলফ টুর্নামেন্ট

Share Now..

ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে তিনদিনব্যাপী ‘৫ম রানার প্রেসিডেন্ট গলফ টুর্নামেন্ট-২০২২১’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
টুর্নামেন্টে এস এম আব্দুল্লাহ ফারাবি চ্যাম্পিয়ন ও ব্রিগেডিয়ার জেনারেল শাহ্-নূর-জিলানী রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। অপর দিকে লেডিস উইনার হন মিসেস লি ইয়ং কিয়ং।

এ সময় টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড় ছাড়াও উপস্থিত ছিলেন, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, রানার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান, ক্লাবের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু মো. সাইদুর রহমান, ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার হোসেন ও রানার গ্রুপ অব কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।

টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি ও বিদেশি সদস্যগণসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৬৭০ জন গলফার অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *