শৈলকুপায় অবৈধ চায়না দোয়ারি জাল আটক করে আগুনে পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত
\ শৈলকুপা প্রতিনিধি \
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কুমার নদে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ চায়না দোয়ারি জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সকালে উপজেলার কুমার নদের ভান্ডারী পাড়া, মনোহরপুর, কবিরপুর, রয়েড়া ও অংশে এ অভিযান চালানো হয়। সেসময় অবৈধ চায়না দোয়ারি জাল ফেলে জেলেরা পালিয়ে যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা ১৮০ মিটার চায়না দোয়ারি জাল সবার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম,সিরাজুস সালেহীন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম,সিরাজুস সালেহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গতকাল সোমবার সকালে কুমার নদী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধ চায়না দোয়ারি জাল জব্দ করি পরে জনসম্মুখে তা পুড়িয়ে ফেলা হয়। অভিযান শুরু হলে জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।