শৈলকুপায় অসহায় মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
Share Now..
\ শৈলকুপা অফিস \
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। উষ্ণতার ছোঁয়া পেল হতদরিদ্ররা।
শনিবার (২০ জানুযারী) সকালে সরকারি ডিগ্রি কলেজ মাঠে শতাধিক হতদরিদ্র নারী, শিশু ও পুরুষদের মধ্যে তিনি কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে হাসি ফুটে ওঠে হতদরিদ্র নারী-পুরুষের চোখে-মুখে।
কম্বল বিতরণ কালে ইউএনও শেখ মেহেদী ইসলাম বলেন, আমি এসেছি আপনাদের সেবা করার দায়িত্ব নিয়ে। সমাজের অসহায়, অস্বচ্ছল ও হতদরিদ্র মানুষের সেবা করার জন্য সরকার আমাকে পাঠিয়েছেন। ইতিমধ্যে শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপজেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়েছে। ছাড়া উপজেলা প্রশাসনের মাধ্যমে অসহায়,দরিদ্র মানুষের মধ্যে প্রতিদিনই কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।