শৈলকুপায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
\ শৈলকুপা প্রতিনিধি \
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (১১ নভেম্বর) সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সিরাজুস সালেহীন, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহিন আক্তার পলাশ। উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সড়কে অবৈধ ট্রলি বন্ধ, সিএনজি ও গাড়ির গতি নিয়ন্ত্রণ, বাল্য বিয়ে, ইভটিজিং সন্ত্রাস, মাদক, প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও স্নিগ্ধা দাস।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। শৈলকুপা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোরভাবে অভিযান চালাচ্ছে। মাদকসহ যাকে পাওয়া যাবে, তাকেই পুলিশ আটক করবে। উপজেলাকে মাদকমুক্তসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে করতে এ অভিযান অব্যাহত থাকবে।
Unleash your inner warrior gear up for the ultimate gaming experience Lucky Cola