শৈলকুপায় আইপিএম পদ্ধতিতে কলা উৎপাদন শীর্ষক কৃষক মাঠ দিবস
\ বিশেষ প্রতিনিধি শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীরামপুর গ্রামে বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা দুইটাই আইপিএম পদ্ধতিতে কলা উৎপাদন শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদুর রহমান আজাদ, উপসহকারি কৃষি কর্মকর্তা রনি আহমেদ, সভাপতিত্ব করেন কৃষক আলাউদ্দিন শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইপিএল উপজেলা মাঠ সহায়ক জাহিদ খান। এতে ১০০জন স্থানীয় প্রান্তিক কৃষক-কিষাণী উপস্থিত ছিলেন। প্রকল্পের মাঠ সহায়ক জাহিদ খান তার বক্তব্যে জানান রাসায়নিক বালাই নাশক ব্যবহার না করেও জৈব বালাইনাশক প্রয়োগ করে ফসলের ভালো ফলন পাওয়া যায়। এছাড়াও পরিবেশবান্ধব উপায়ে চাষাবাদ করে লাভজনক ভাবে কলা উৎপাদন কৌশল চর্চা ও টেকসই করার জন্য প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া প্রদর্শনী বাস্তবায়ন, জৈব বালাইনাশক সহজলভ্য করার জন্য ডিলারের সঙ্গে জৈব বালাইনাশক বিপণনকাররী সংযোগ সৃষ্টি করা হয়েছে যার সুফল কৃষক এখন পাচ্ছেন। শ্রীরামপুর গ্রামের কৃষক শরীফ মন্ডল জানান যে তিনি তার জমিতে কোন রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে শুধুমাত্র জৈব বালাইনাশক ও সার ব্যবহার করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করে কলা উৎপাদন করে লাভবান হচ্ছেন। আইপিএম পদ্ধতিতে চাঁপাকলা ও বাংলা জাতের কলা চাষ পদ্ধতি দেখে স্থানীয় কৃষকরা খুব উৎসাহিত হন এবং তাদের জমিতে এ প্রযুক্তি গ্রহনের আগ্রহ প্রকাশ করেন।