শৈলকুপায় আদালতের নির্দেশ অমান্য করে বাড়িঘরে হামলা গাছ কর্তন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
আদালতের নির্দেশ অমান্য করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে মিন্টু বিশ্বাস নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে তার জমি দখলের চেষ্টা, গাছপালা কর্তন ও হামলার অভিযোগ উঠেছে। বুধবার (০৭ ডিসেম্বর) ভুক্তভোগী ব্যক্তির ঘর ভাঙচুর ও গাছপালা কাটা হয়। উপজেলার শ্রীরামপুর গ্রামের বলয় মন্ডলের নেতৃত্বে গাছপালা কর্তন ও হামলা চালানো হয় বলে মিন্টু বিশ^াস অভিযোগ করেন।গ্রামবাসি সুত্রে জানা গেছে, জমি দখলের উদ্দেশ্যে সকালে করাত, শাবল, দা ও কুড়াল নিয়ে বলয় মন্ডলের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল মিন্টু বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। এসময় নারকেল, মেহগনিসহ বেশ কয়েকটি গাছ কেটে দেওয়া হয়। বাঁধা দিলে বাড়ির লোকজনকে মারধর করে। খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা পালিয়ে যায়। এই বিষয়ে বলয় মন্ডলের সাথে কথা বলে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে ঘর ভাঙচুর ও গাছপালা কাটা সম্পূর্ণ বেআইনি। অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Experience stunning graphics and intense action in our latest update! Lucky Cola