শৈলকুপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Share Now..

\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যাবস্থা শক্তিশালীকরণ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, ঝিনাইদহের শৈলকুপায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে ওই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এস,এম, সিরাজুস সালেহী। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস তরুণদের উদ্দেশ্যে বলেন, প্রবীণরা আমাদের জন্য আশির্বাদ, নবীনরা প্রবীণদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবে। প্রবীণরা সমাজের বোঝা নয় তারা আমাদের শ্রদ্ধার পাত্র তাই তাদের দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা ও বিনোদনের ব্যবস্থা করার জন্য আমাদের সকলের এগিয়ে এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ওই আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের প্রবীণ ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *