শৈলকুপায় ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপায় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৭নং হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ইকু শিকদারের উপর হত্যা প্রচেস্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) রাত ৮ টার দিকে উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়ন পরিষদের সামনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যরা ছাড়াও এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে ইকু শিকদার বলেন, প্রতিদিনের ন্যায় আমি বুধবার ২টার দিকে অফিসের কাজ শেষে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথের মাঝে উপজেলার বিপ্রবগদিয়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে শফিকুল ইসলাম আমার গাড়ীর গতিরোধ করে এবং বলে গাড়ী থেকে বের হন কথা আছে সেই মোতাবেক আমি গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে সেভেন গিয়ার চাকু দিয়ে সে আমাকে প্রাণ নাশের চেষ্টা করে ও ধস্তাধস্তি হয়। এরপর আমার চিৎকারে আমার ভাতিজা শাওন এগিয়ে এলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার জামা ও সেই সেভেন গিয়ার চাকু পুলিশ উদ্ধার করেছে। দীর্ঘদিন ধরে একটি মহল আমার প্রাণ নাশের চেষ্টা করে আসছে। আমি এর উপযুক্ত বিচার চাই। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন ঘটনা শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছায় এবং এলাকার লোকজনকে শান্ত করি। এলাকার পরিবেশ শান্ত আছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।