শৈলকুপায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Share Now..
\ শৈলকুপা প্রতিনিধি \
নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় গতকাল বুধবার (২২ শে নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম সভাপতিত্বে ৯ ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ বনি আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, শৈলকুপা থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম। সভায় মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন সাধন, অনাকাঙ্খিত গর্ভধারণ, অনিরাপদ গর্ভপাত রোধ এবং জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন এর উপরে গুরুত্ব আরোপ করা হয়।