শৈলকুপায় কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত
\ বিশেষ সংবাদদাতা শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ইরেসপো ২য় পর্যায়ের স্কুলগামী কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ১০ টায় উপজেলার গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে ১০০ জন কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণসহ সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত কিশোরীদের উদ্দেশ্যে বক্তারা বাল্য বিবাহ, আত্মহত্যা, নারী নির্যাতন ও বয়ঃসন্ধিকালীন বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সেও মেডিকেল অফিসার ডাঃ সোনিয়া আক্তার মুক্তা আরো উপস্থিত ছিলেন ১৩নং উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী,প্রশিক্ষণ কোর্স উপদেষ্টা মোঃ ইব্রাহীম খলিল,কোর্স পরিচালক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল হাসান ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনায়েতুল্লাহ সহ আরো অনেকে।