শৈলকুপায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
\ শৈলকুপা প্রতিনিধি \
‘উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেখপাড়া রাহাতুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলগামী কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। মঙ্গলবার (০৭ নভেম্বর) সকালে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থা সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের বাস্তবায়নে দিনব্যাপি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে শেখপাড়া রাহাতুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ মাধ্যমিক বিদ্যালয়ে এ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের সচেতনতায় বাল্যবিবাহ, ইভটিজিংসহ শারীরিক ও মানসিক বিকাশে বেড়ে উঠার বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার সোহেলী ইসলাম, কোর্স উপদেষ্টা মোঃ মাসুদ করিম, কোর্স পরিচালক কামরুল হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষে শতাধিক কিশোরীর মাঝে স্যানেটারি ন্যাপকিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।