শৈলকুপায় গৃহবধুর রহস্যজনক মৃ*ত্যু স্বামী পলাতক

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইহঃ ঝিনাইহের শৈলকুপার আন›নগর গ্রামে সোনিয়া খাতুন নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী বাবুল শেখ পালিয়ে গেছে। সোমবার রাত ১০ টার েিক এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গৃহবধু সোনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সোনিয়া কুষ্টিয়ার সর উপজেলার কুমারখালি থানার গবরা গ্রামের আবে আলীর মেয়ে ও শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আন›নগরের লাবু শেখের স্ত্রী। প্রতিবেশিরা অবিযোগ করেন, বেশ কিছুনি ধরে সোনিয়ার সঙ্গে তার স্বামীর বনিবনা হ”িছল না। অনেকের ধারণা স্বামীর কারণে তার মৃত্যু হয়েছে। এখন এটা আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা লাশের ময়না তন্ত ছাড়া নিশ্চ করতে পারছে না পুলিশ। সোনিয়ার পিতা আবে আলী বলেন, ‘আমার মেয়ের সাথে তার স্বামী লাবু শেখের সম্পর্ক ভালো না। মাঝেমধ্যেই ঝামেলা হয়, মারধর করে। এই ঘটনা একম পরিকল্পিত হত্যা। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। লাশ ময়না তন্ত করার জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

777 thoughts on “শৈলকুপায় গৃহবধুর রহস্যজনক মৃ*ত্যু স্বামী পলাতক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *