শৈলকুপায় চাঁদার টাকা মেটাতে গিয়ে মায়ের আত্মহত্যা

Share Now..

\ বিশেষ সংবাদদাতা, শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপায় দুর্বৃত্তদের চাঁদার টাকা মেটাতে গিয়ে মরিয়ম বেগম (৫৫) নামে এক মা আত্মহত্যা করেছে। তিনি উপজেলার উমেদপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামের মৃত মকছেদ বিশ^াসের স্ত্রী। মনের ব্যাথা সইতে না পেরে মঙ্গলবার রাত ১০ টার দিকে নিজ বাড়ির পাশেই লিচু গাছের সাথে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। কয়েকদিন আগে একমাত্র ছেলে মনোয়ার হোসেনকে এলাকার দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে শেষ সম্বল ৩ শতক জমি বিক্রি করেন তিনি। নিহতের মেয়ে হালিমা খাতুন বলেন, আমার একমাত্র ভাই এলাকার দুর্বৃত্তদের ভয়ে বেশকিছুদিন ধরে এলাকা ছাড়া ছিল। এলাকার আশরাফুল ইসলাম আশা মেম্বার, আজাদ, মাসুদ, মোতাহার, দুলাল মন্ডল আমার ভাইকে উদ্দেশ্য করে বলে “বাড়ি আসতে হলে আমাদের ৩ লক্ষ টাকা দিতে হবে”। সেই নির্দেশ মোতাবেক আমার মা আমার ভাইকে বাড়ি ফিরিয়ে আনার জন্য তার শেষ সম্বল ৩ শতক জমি বিক্রি করে এবং জমি ক্রেতাদের কাছ থেকে বায়না বাবদ ১ লক্ষ টাকা নেয়। আমার মা আরো বলেন, জমি বিক্রির টাকা দেওয়ার পরও যদি আমার ছেলেকে ওরা মারে এ কষ্ট আমি সইতে পারব না, এর থেকে আমিই মরে যাব এই বলে রাত ১০ টার দিকে পাশের বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়। কিছু সময় পর বাড়ির পাশেই লিচু গাছের সাথে গলাই ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে। এব্যাপারে আশরাফুল ইসলাম আশা মেম্বার বলেন, ওদের সাথে আমাদের পারিবারিক কোন দ্বন্দ¦ নেই। ওরা পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থক ছিল। ২১ মে নির্বাচনে শামীম হোসেন মোল্লা পরাজয় বরণ করায় ওরা সব সময় আতংকে থাকত। আমরা ওদের কোন ভয়ভীতি দেখান ও কোন চাঁদাদাবী করিনি। কেন আত্মহত্যা করলো বলতে পারবো না। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, উপজেলার কেষ্টপুর গ্রামে এক মহিলা আত্মহত্যা করেছে। ঝিনাইদহ মর্গ থেকে লাশ ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে এখনও কান মামলা হয়নি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *