শৈলকুপায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার, এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরিফ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিতহয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ। এসময় বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ সেলিম জাহাঙ্গীর, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতি শাহীন আক্তার পলাশসহ অনেকে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাস উপস্থিত সবার উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। অনুষ্ঠান শুরুতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী বের করা হয়।
Cumhuriyet su kaçak tespiti Cihazları çok etkiliydi, kısa sürede su kaçağı tespiti yapabildiler. https://www.villas-deluxe.com/author/kacak/
Great post! Your insights are always so thoughtful and engaging. Keep up the fantastic work!
“This is exactly what I was looking for, thank you!”
Really enjoyed this! Your perspective is refreshing and thought-provoking. Keep it up!