শৈলকুপায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share Now..

\ শৈলকুপা প্রতিনিধি \
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ বনি আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সহকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল মামুনসহ সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি। উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সস্পূর্ণভাবে নির্মূল করতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করতে সকল মানুষকে সচেতন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *