শৈলকুপায় দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

Share Now..

\ প্রেস বিজ্ঞপ্তি \
গত ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন হুদা মাইলমারি গ্রামস্থ এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত ১২.০০ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন হুদা মাইলমারি গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী- মোঃ জিয়াউদ্দিন বিপ্লব (৩৯), পিতা- মৃত বশির উদ্দিন, গ্রাম-রামচন্দ্রপুর মধ্যপাড়া, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১ টি দেশীয় তৈরী পিস্তল ও ০২ রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

939 thoughts on “শৈলকুপায় দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *