শৈলকুপায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচী

Share Now..

\শৈলকুপা প্রতিনিধি \
ঝিনাইদহের শৈলকুপায় নিরাপদ খাদ্য বিষয়ক এক জনসচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহনে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) মিজানুর রহমান। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহিন আক্তার পলাশ প্রমুখ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে আলোচকরা বলেন, শিক্ষকরা সচেতন হলে বিভিন্ন স্কুলের পাশে যেসব ফাস্টফুড সহ বিভিন্ন খোলা জায়গার খাবার শিশুরা খেয়ে থাকে সে বিষয়ে সতর্ক করতে পারবে। কোন খাবার কতক্ষণ ভাল থাকে, খোলা খাবারে কি ধরণের জীবানু থাকে সেসব বিষয়ে জানতে পারবে এবং এসব থেকে বিরত করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *