শৈলকুপায় বাড়িতে ককটেল নিক্ষেপ
শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামে ইমরুল কায়েস রাজিবের বাড়িতে এ ঘটনা ঘটে। দুটি ককটেল নিক্ষেপে একটি বিস্ফোরিত হলেও অপরটি বিস্ফোরিত হয়নি বলে জানা যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বিস্ফোরিত ককটেলটি শনিবার সকাল ১০টার দিকে পুলিশ উদ্ধার করলেও অপরটি গ্রামের ডোবায় ফেলে দেয় বাড়ির মালিক রাজিব হোসেন।
ধাওড়া গ্রামের মৃত মঞ্জু জোয়ার্দ্দারের ছেলে ইমরুল কায়েস বলেন, তিনি ঢাকাতে গার্মেন্টে চাকুরী করতেন। চার মাস আগে বাড়ি চলে আসেন। বাড়িতে তার ৬ বিঘার উপরে জমাজমি। বাড়িতে চলে আসার কারনে হয়তো কারো সমস্যা হতেপারে। এ কারনে শনিবার রাত চারটার পরে তিনি যখন প্রকৃতির ডাকে বাইরে বের হন সে সময় তাকে লক্ষ্য করে লাল টেপে প্যাচানো দুটি বস্ত নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি বিস্ফোরিত হয়নি। সেটি তিনি বাড়ির পাশের একটি ডোবাতে ফেলে দেন। পরে পুলিশ শনিবার সকাল ১০টার দিকে বিস্ফোরিত বস্তটি উদ্ধার করলেও ডোবায় ফেলে দেওয়া ককটেল সদৃশ বস্তটি আর উদ্ধার করতে পারেনি বলে জানান। হয়তো তাকে বাড়ি স্থায়ীভাবে বসবাস করতে দেওয়া হবে না ভেবে একটি মহল ভয় দেখাতে ঘটনা ঘটায় বলে তিনি জানান।
রাজিবের ভাই পরিচয়ে ধাওড়া গ্রামের রুকু মোল্যা বলেন, রাত ৪টার দিকে তার ভাই রাজিবের বাড়িতে ককটেল মারে কে বা কাহারা। পরে তার ভাই রাজিব তাকে ডেকে ককটেল পুকুরে ফেলে দিতে বলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ধাওড়া গ্রাম থেকে উদ্ধার হওয়া বস্তটি ককটেল সদৃশ বস্ত।