শৈলকুপায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

Share Now..

\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধান অতিথি শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জুন) ১১ টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩৬৭ টি জমি ও ঘর হস্তান্তর করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার। উপজেলার দুধসর বাগদী পল্লী, দুধসর আশ্রায়ণ প্রকল্প, ঝাউদিয়া আশ্রায়ন প্রকল্প, কীর্তিনগর আশ্রায়ন প্রকল্প, কাকুড়িয়াডাঙ্গা আশ্রায়ণ প্রকল্পের ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে এ জমি ও ঘর হস্তান্তর করা হয়। এ সময় জমি ও ঘর পাওয়া গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যদের চোখে মুখে আনন্দের উৎসব দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বনি আমিনসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *