শৈলকুপায় মেছো বাঘ পিটিয়ে হত্যা
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়ীয়া গ্রামে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গত মঙ্গলবার রাত ৩ টার দিকে ওই গ্রামের পুর্ব-উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। ওই গ্রামের কলেজ ছাত্র আসমাউল জানান, গত সোমবার রাতে ওই গ্রামের কালু নামের এক কৃষকের গোয়ালে ঢুকে মেছো বাঘটি দুটি ছাগল মেরে ফেলে। সকালে মৃত অবস্থায় দেখার পর তারা বুঝতে পারে মেছো বাঘ ছাগল দুটি মেরে ফেলেছে। গত মঙ্গলবার রাতে তার বাড়িতে আবার এসে মুরগির ঘরে প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করলে ঘরের পাশে জালে আটকা পড়ে। পরে গ্রামবাসী এতে বাঘটিতে পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য বলেন, যেহেতু বাঘটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এখন তো কিছু করার নেই। জীবিত থাকলে আমরা উদ্ধার করতে পারতাম। বন্যপ্রাণী হত্যা না করার জন্য গ্রামবাসীকে অনুরোধ জানান তিনি।
Step into the world of endless fun and rewards join now Lucky Cola