শৈলকুপায় মেহগনি বাগানে ঝুলছিল সাধুর মরদেহ

Share Now..

\ শৈলকুপা প্রতিনিধি \
ঝিনাইদহের শৈলকুপায় ছানুয়ার কাজী (৬০) নামের সাধু বেশের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। ছানুয়ার কাজী রামচন্দ্রপুর গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে। তিনি সংসার ত্যাগী বলে জানিয়েছে পুলিশ।
ছানুয়ার কাজীর মেয়ে জোসনা খাতুন জানান, ‘সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন তিনি। দীর্ঘদিন তিনি সংসার ত্যাগ করে সাধু বেশ ধারণ করে রামচন্দ্রপুর বাজারে বসবাস করতেন। আত্মহত্যার কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না। তাদের ধারণা তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।’
নিহতের ভাতিজা কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি সকালে লোক মুখে জানতে পারি মেহগনি বাগানের মধ্যে একটি লাশ পাওয়া গেছে, গিয়ে দেখি আমার কাকার লাশ মাটিতে পা লুটিয়ে গাছের সাথে ঝুলে আছে এবং পা থেকে রক্ত বের হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমার কাকা বেশিরভাগ সময় রামচন্দ্রপুর বাজারে একটি দোকানে থাকতেন কেউ তাকে অন্য জায়গা থেকে মেরে গাছে ঝুলিয়ে রেখে গেছে। এর সুষ্ঠ বিচার দাবি করছি।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, ‘ঘটনাস্থল থেকে আমরা তার লাশ উদ্ধার করেছি, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি জিডি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *