শৈলকুপায় শিক্ষককে মারপিট

Share Now..

\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক বিদ্যালয়ের প্রমোথনাথ রায় (৫৯) নামের এক প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে ১৪নং দুধসর ইউনিয়নের ভাটই বাজারে এ ঘটনা। হামলার সাথে সাথে আহত শিক্ষককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষক আগবোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বর্তমানে তিনি এক বছরের অবসরকালীন ছুটি ভোগ করছেন বলে জানা যায়। প্রমোথনাথ টংবিলা গ্রামের মৃত জয়দেব রায়ের ছেলে। আহত শিক্ষক প্রমোথনাথ জানান, তিনি বৃহস্পতিবার দুপুরে ভাটই বাজারের হরেনের চায়ের দোকানে চা পান করছিলেন। হঠাৎ পিছন থেকে কয়েকজন দূর্বৃত্ত লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিঠ করে দ্রæত স্থান ত্যাগ করে। হামলার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করেন। বৃহস্পতিবার সন্ধায় স্বাস্থ্য কমপ্লেক্সে আহত শিক্ষকের সাথে কথা হলে তিনি হামলাকারীদের সঠিক নাম পরিচয় বলতে পারেননি। স্থানীয় সামাজিক বিরোধে তার উপর হামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন। শিক্ষকের উপর হামলার ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাটি তিনি জানেন না। শিক্ষকের উপর হামলার ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধূরী বলেন, তিনি কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *