শৈলকুপায় সাংবাদিকের উপর হামলা

Share Now..

\ বিশেষ সংবাদদাতা, শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপায় উপ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক মফিজুল ইসলামের উপর এলাকার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। শনিবার (৪ মে) রাত ১০ টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের নন্দীরগাতী এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এঘটনা ঘটান। মোফাজ্জেল মালিথিয়া গ্রামের কালাম বিশ^াসের ছেলে। হামলার ঘটনা শৈলকুপা থানা পুলিশকে অবহিত করলেও এখনো কেউ আটক বা গ্রেফতার হয়নি। তিনি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সাংবাদিক মফিজুল ইসলাম দৈনিক লোকসমাজ ও নয়াদিগন্ত পত্রিকার শৈলকুপা উপজেলা প্রতিনিধি ও শৈলকুপা প্রেসক্লাবের সিনিয়র নির্বাহী সদস্য। সাংবাদিক মফিজুল ইসলাম জানান, জরুরী কাজে তিনি লাঙ্গলবাঁধ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বন্দেখালী পৌছালে মোফাজ্জেলের নেতৃত্বে লাঠি মিছিলের মুখে পড়েন তিনি। এরপর তারা তার গতিরোধ করে এবং লাঠিসোটা দিয়ে তার মাথায়, কান ও ডান চোখে আঘাত করলে নাক দিয়ে রক্তক্ষরণ হয় এবং তার মোটর সাইকেল ভাংচুর করা হয়। পরে তিনি লাঙ্গলবাঁধ বাজারে পৌছে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন এবং লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পে আশ্রয় নেন। তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করছেন তিনি। পরে লাঙ্গলবাঁধ ক্যাম্পের এসআই তৌকির সাংবাদিক মফিজুল ইসলাম কে বাড়ি পৌঁছে দেন। এদিকে সাংবাদিক মফিজুলের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকরা। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি করছে প্রেসক্লাবের সভাপতি শাহিন আক্তার পলাশ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিল্টন সহ সাংবাদিক নেতৃবৃন্দ। হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনের আওতায় না আনা হলে কর্মসূচী ঘোষণার হুঁশিয়ারী দিয়েছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, শৈলকুপা আসনে এমপি পদে উপ-নির্বাচনে শনিবার সন্ধ্যা রাতে আওয়ামীলীগের দলীয় মনোনয়নে নায়েব আলী জোয়ার্দ্দারের নাম ঘোষণার সাথে সাথে দলের একাধিক গ্রæপের মুখোমুখি অবস্থান, ধাওয়া, ভাংচুর ও হামলার ঘটনা ঘটতে শুরু করেছে। যা ভোটারদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সহ আইনশৃঙ্খলার চরম অবনতির শঙ্কা তৈরী করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *