শৈলকুপায় স্বেচ্ছাশ্রমে ৫ কি.মি. সেচ খালের আগাছা পরিস্কার
\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাশ্রমে পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের আগাছা পরিস্কার করলো বিভিন্ন গ্রামের চাষিরা। দীর্ঘদিন পানি উন্নয়ন বোর্ড সেচখাল পরিস্কার না করায় এলাকাবাসিরা এ উদ্যোগ নেয় বলে জানা যায়। পানি প্রবাহ ঠিক রাখতে এভাবেই আমন মৌসুমকে সামনে রেখে সেচ খালের আগাছা পরিস্কার করে শত শত চাষীরা। সরেজমিন দেখা যায় দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের খালটি জরাজীর্ণ ও আগাছায় ভরপুর হয়ে আছে। তাই পানি প্রবাহ ঠিক রাখতে স্বেচ্ছাশ্রমে রবিবার (৭ জুলাই) সকাল থেকে ৯নং মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া ও মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন বয়সের ২ শতাধিক সাধারণ মানুষ সেচ খালের আগাছা পরিস্কার করছে। সকাল থেকে বিকাল পর্যন্ত এ আগাছা পরিস্কার কার্যক্রম চলে। শৈলকুপা পৌর এলাকার আউশিয়া গ্রামের খালের ব্রীজ থেকে দামুকদিয়া পর্যন্ত ৫ কিঃ মিঃ স্বেচ্ছা শ্রমের এ কাজ করতে দেখা যায় চাষিদের। শত শত বিঘা জমিতে আমন ধান রোপনের জন্য এ উদ্যোগ নেয় চাষীরা। বিজুলিয়া গ্রামের চাষি শরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন পানি উন্নয়ন বোর্ডের এসকে ৯ সেচ খালের আগাছা পরিস্কার হয় না। ফলে ৯নং মনোহরপুর ইউনিয়নের বিজুলিয় মনোহরপুর সহ বিভন্ন গ্রামের চাষিরা কৃষি কাজের জন্য মাঠে সঠিক পরিমান পানি প্রবাহ পায়না। এ কারনে বিজুলিয়া ও মনোহরপুর গ্রামের কৃষক সহ দুইশতাধিক সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে ৫ কিলোমিটার সেচ খালের আগাছা পরিস্কারের উদ্যোগ নেয়। মনোহরপুর গ্রামের চাষি মোঃ মিন্টু মিয়া বলেন, পানি উন্নয়ন বোর্ড নিয়মিত সেচ খাল পরিস্কার না করায় তারা চাষিরা মাঠে সেচ খাল থেকে ঠিকভাবে পানি পাননা। এ কারনে এলাকাবাসিরা নিজ উদ্যোগে সেচ খালের আগাছা পরিস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানান। বিজুলিয়া গ্রামের মিল্টন মোল্যা জানান সেচ খালের আগাছার জন্য বিজুলিয়া মাঠে পনি উন্নয়ন বোর্ডের সেচ খালের পানি প্রবেশ করে না, তাই এলাকার চাষিরা নিজেরাই তাদের প্রয়োজনে আগাছা পরিস্কার করতে শুরু করেছে। মনোহরপুর গ্রামের পুলিশ সদস্য তকিবুর রহমান বলেন, তিনি ছুটিতে গ্রামে এসেছেন। সেচখালের আগাছার জন্য মাঠে পানি প্রবেশ করতে পারছে না। একারনে গ্রামবাসিদের সাথে তিনিও সেচখালের আগাছা পরিস্কারের কাজে এসেছেন। সেচ খালের পানি চাষিরা ব্যবহার করতে পারলে তাদের উৎপাদন খরচ অনেক কম হবে বলে তিনি মন্তব্য করেন। নিজেদের উদ্যোগে সেচ খালের আগাছা পরিস্কার নিয়ে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন এটি একটি মহতি উদ্যোগ। এলাকার সাধারণ চাষিরা যদি সেচ খাল পরিস্কার রেখে সেচের পানি ব্যবহার করতে পারেন তাহলে চাষিদের অনেক খরচ কমে আসবে বলে জানান। এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের সহকারী সম্প্রসারণ কর্মকর্তা বাদশা আলমগীর বলেন তারা চাষিদের সেচ খালের আগাছা পরিস্কারের জন্য উদ্বুদ্ধ করেছিলেন। এলাকার চাষিরা আগাছা পরিস্কার করল তারা এখন কৃষি কাজের জন্য নিয়মিত পানি পাবেন বলে জানান।