শৈলকুপায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা
\ বিশেষ প্রতিনিধি শৈলকুপা \
জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ^ময় এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০-৩০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাসের সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামান খান, শৈলকুপা থানা ইনচার্জ মাসুম খান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রাসেল আহাম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী, জরিপ বিশ^াস ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম,বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক স্বপন বাগচী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মতিউর রহমান, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের তারুণ্যের সম্ভাবনাকে এগিয়ে নিতে বিজ্ঞানের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাস উপজেলা চত্বরের বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক স্টল ঘুরে দেখেন। পুরা অনুষ্ঠান সঞ্চালনা করেন বাকাই সিদ্দি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বাচ্চু।