শৈলকুপার উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ ফলাফল অর্জনের লক্ষ্যে স্পেশাল ব্যাচের উদ্বোধন

Share Now..

ইবি।
ঝিনাইদহের শৈলকুপায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা-কার্যক্রমের পাশাপাশি স্পেশাল প্রস্তুতি ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেল চার ঘটিকায় উপজেলার শেখপাড়া বাজারে বুকম্যান স্টুডেন্ট কেয়ার এর উদ্যোগে এ শিক্ষা-কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনে পবিত্র কোরআন পাঠের মাধ্যমে সূচনা হয়ে অতিথিদের বিভিন্ন জ্ঞানগর্ভ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়।

জানা যায়, বুকম্যান স্টুডেন্ট কেয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে উঠা একটি শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে নিয়মিত আধুনিক টিউটরদের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তোলার পাশাপাশি অসাধারণ ফলাফল অর্জন করতে সাহায্য করে। এছাড়াও এ প্রতিষ্ঠান ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সংস্কৃতি ও বিভিন্ন ব্যতিক্রমধর্মী কার্যক্রম আয়োজন করে শৈলকুপা ও ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষভাবে স্থান করে নিয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুকম্যান স্টুডেন্ট কেয়ারেন প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সেরা উচ্চমাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠান- শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক আরশাফুল ইসলাম। শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবু জার, তৌফিকুল ইসলাম রাজ, সৌরভ হাসান, শাখাওয়াত হোসাইন, পারভিন আক্তার প্রমুখ। বক্তব্য রাখেন আরিফুল ইসলাম, হাসিবুর ইসলাম হাসিব, সুমাইয়া আক্তার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বুকম্যান স্টুডেন্ট কেয়ারের পরিচালক আবু তালেব ও সঞ্চালনায় ছিলেন জুবায়ের হোসাইন।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের শিক্ষক আরশাফুল ইসলাম বলেন, মহামারী করোনার কারণে এ ব্যাচের শিক্ষা-কার্যক্রমে অনেক অবনতি ঘটেছে বলে শিক্ষকেরা মনে করেন। অনলাইনে ক্লাসের সময় প্রত্যন্ত অঞ্চল ও যান্ত্রিক বিভিন্ন সমস্যার কারণে সকলে সঠিকভাবে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করতে পারেননি। বুকম্যান স্টুডেন্ট কেয়ার এ সময়টিতে বিভিন্ন আধুনিক মানের শিক্ষা-কার্যক্রমের ধারাবাহিকতা এলাকাবাসীকে উপহার দিয়েছেন। এখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ ফলাফল অর্জন করে দেশের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দেবেন এ আমার প্রত্যাশা।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের বড় কিছু হতে হলে অবশ্যই একটি নিদিষ্ট স্বপ্ন থাকতে হবে। নিজেকে সারা বিশ্ব চিনবে এমন একটি প্রতিজ্ঞা হৃদয়ে রাখতে হবে। সঠিক গাইডলাইন নিয়ে সুন্দর অধ্যাবসায় চালিয়ে যেতে হবে অন্যাথায় তোমাদের সকল স্বপ্ন ও আশা ভেঙে যাবে। তোমরা সবচেয়ে বেশি অধ্যাবসায়ে সময় দিবে। গত করোনা কালের সময়টিতে যেহুতু তোমরা ক্লাস সঠিকভাবে করতে পারোনি, সেহুতু তোমরা বুকম্যান স্টুডেন্ট কেয়ার থেকে আধুনিক শিক্ষা কার্যক্রম শিখে পরীক্ষার খাতায় সবচেয়ে বেশি ফলাফল অর্জন করাবে এই আশা।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি বুকম্যান স্টুডেন্ট কেয়ারের প্রতিষ্ঠাতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, ছোট্টবেলা থেকে বিভিন্ন শিক্ষার্থীদের দেখছি সুন্দর গাইডলাইনের অভাবে তারা জীবনে ভালো একটি স্থানে যেতে পারছে না। বুকম্যান স্টুডেন্ট কেয়ার সুন্দর একটি গাইড লাইন ও লন্ডন থেকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে আধুনিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের সেরা ফলাফল অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাবো। উচ্চমাধ্যমিকের পড়াশোনায় যারা নিয়মিত থাকবে আমরা তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময়ে বিশেষ সুবিধার ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, তোমাদের শিক্ষকদের শিক্ষা-কার্যক্রম অনুসরণ করে জীবনে অনেক বড় স্থানে পৌঁছবে এই কামনা। তোমরা কঠোন অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণ করে দেশের অগ্রযাত্রায় সহযাত্রী হবে এ কামনা। এছাড়াও তিনি উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় সময়ের গুরুত্বপূর্ণ তাৎপর্য আলোচনা করেন।

3 thoughts on “শৈলকুপার উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ ফলাফল অর্জনের লক্ষ্যে স্পেশাল ব্যাচের উদ্বোধন

  • January 7, 2025 at 8:39 pm
    Permalink

    I love your blog.. very nice colors & theme. Did you make this website yourself or did
    you hire someone to do it for you? Plz reply as I’m looking to construct my own blog and would like to find out where u got
    this from. thanks a lot

    Reply
  • January 8, 2025 at 4:34 am
    Permalink

    Hi there colleagues, its fantastic piece of writing regarding cultureand completely
    explained, keep it up all the time.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *