শৈলকুপার একালভার্টটি ২০ গ্রামের মানুষের গলার কাঁটা, ৩ বছরেও সংস্কার হয়নি

Share Now..

শৈলকুপ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপার ২০ গ্রামের মানুষের যাতায়াতের কালভার্টটি ৩ বছরেও সংস্কার হয়নি। কালভার্টটি এখন মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এ গ্রামগুলোর মানুষের শৈলকুপা উপজেলা শহরে ঢোকার একমাত্র পথ।
সড়কটি এলজিইডি’র শৈলকুপা-মাধবপুর গ্রামীণ সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন ২০ গ্রামের মানুষের যাতায়াত শৈলকুপা শহরকে ঘিরে। অথচ ৩ বছরেরও বেশী সময় পার হলেও দামুকদিয়া গ্রামের মাঠের মধ্যে কালভার্টটির একটি অংশ ভেঙ্গে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও সংস্কার করেনি শৈলকুপার এলজিইডি কর্তৃপক্ষ। প্রতিদিন এ গ্রামীণ সড়ক দিয়ে নসিমন করিমন,ইজিবাইক, মোটর সাইকেল, বাই সাইকেলসহ শত শত পথচারী চলাচল করে।
দামুকদিয়া গ্রামের মাসুদ মিয়া জানান, এলজিইডি’র শৈলকুপা-মাধবপুর সড়কটি দিয়ে নাগিরহাট, মাধবপুর, দোহা নাগিরহাট, কামান্না, বিষ্ণদিয়া, লক্ষিপুর, চর লক্ষিপুর, দামুকদিয়া, শিতালী, দলিলপুর আওদা,স্বরুপনগর, কমলনগর,প্রতাপনগর, সহ ২০ গ্রামের বাসিন্দারা উপজেলা শহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে পন্য নিয়ে যাতায়াত করে। গত তিন বছর হলো দামুকদিয়া এলাকার এ কালভার্টটি ভেঙ্গে জনদূর্ভোগ সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত মানুষ সহ গবাদী পশু এ কালভার্টটি দিয়ে পারাপারের সময় নীচে পরে আহত হয়। অথচ কর্তৃপক্ষের কোন টনক নড়েনি মেরামত করে চলাচলের উপযোগী করার। উপজেলার দামুকদিয়া গ্রামের বাসিন্দা ইমন শেখ জানান, মহিষের গাড়ি নিয়ে মাঠে ফসল নিয়ে যাতায়াত করা অস¤ভব হয়ে উঠেছে। ভাঙ্গা কালভার্ট পার হওয়ার সময় প্রায়ই দূর্ঘটনায় পড়তে হয়।
এলজিইডি’র শৈলকুপা উপজেলা প্রকৌশলী রওশন হাবিব জানান, কয়েকটি কালভার্ট মেরামতের তালিকা পাঠানো হয়েছে, হয়তো তার মধ্যে দামুকদিয়া গ্রামের মাঠের কালভার্টটি থাকতে পারে, তালিকা পাশ হয়ে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *