শৈলকুপার হাটফাজিলপুর বাজারে শেখ ক্রোকারিজে আগুন, মালামাল পুড়ে ছাই
শৈলকুপা প্রতিনিধি ঃ ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর বাজারে শেখ ক্রোকারিজ নামের একটি দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে। জানা যায়, বুধবার রাত ৯টার দিকে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনে পুড়ে যায় নগদ টাকা সহ ক্রোকারিজ সামগ্রী। শেখ ক্রোকারিজের মালিক মোঃ রিপন জানান, আমার দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানে রাখা নগদ টাকা ও ক্রোকারিজ সামগ্রীসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।তিনি আরো বলেন, ব্যাংক লোন নিয়ে দোকানে মালামাল তুলেছিলাম এখন আমি কি করি ভেবে পাচ্ছি ন্।া শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্কাস আলী জানান, হাটফাজিলপুর বাজারে শেখ ক্রোকারিজে আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিভাতে আমরা সেখানে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বিদ্যুতের বাল্ব বাষ্ট হয়ে এআগুনের সূত্রপাত হয়।
Challenge your limits and achieve gaming greatness Lucky Cola