শৈলকুপায় ইউপি নির্বাচনে নৌকার টিকিট যাদের হাতে
শাহীন আক্তার পলাশ, শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ ঝিনাইদহের শৈলকুপায় ১২ টি ইউনিয়নের নৌকার মনোনয়ন দিয়েছেন আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড। ৩ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার দিকে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। এই উপজেলায় ১২ ইউপি নির্বাচনে নৌকার টিকিট যাদের হাতে তারা হলেন -১নং ত্রিবেনী ইউনিয়ন সেকেন্দার আলী মোল্লা,২নং মির্জাপুর ইউনিয়ন ফিরোজ হোসেন, ৩নং দিগনগর ইউনিয়ন জিল্লুর রহমান তপন,৫ নং কাঁচেরকোল ইউনিয়ন এ্যাড, সালাউদ্দিন জোয়ার্দার মামুন,৬নং সারুটিয়া ইউনিয়ন মাহমুদুল হাসান মামুন,৭নং হাকিমপুর ইউনিয়ন কামরুজ্জামান জিকু,৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন মতিয়ার রহমান বিশ্বাস,১০ নং বগুড়া ইউনিয়ন শফিকুল ইসলাম শিমুল, ১১ নং আবাইপুর ইউনিয়ন মোক্তার আহমেদ মৃধা,১৩নং উমেদপুর ইউনিয়ন সাব্দার হোসেন মোল্লা,১৪নং দুধসর ইউনিয়ন শাহাবুদ্দিন সাবু ও ১৫ নং ফুলহরী ইউনিয়ন জামিনুর রহমান বিপুল। ইউপি নির্বাচনে নৌকার টিকিট ঘোষণার সাথে সাথে উপজেলা জুড়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই উপজেলা ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত, সীমানা জটিলতায় ৯ নং মনোহরপুর ইউনিয়ন ও ১২ নং নিত্যানন্দনপুর ইউপিতে ভোট গ্রহন স্থগিত আছে। শানিÍপূর্ণ পরিবেশে ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের।