শৈলকুপায় এসএসসি-২০০৭ ব্যাচের উদ্যোগে অক্সিজেন কন্সেনেট্রটর মেশিন প্রদান
শৈলকুপা ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপায় এসএসসি-২০০৭ ব্যাচের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন কন্সেনেট্রটর মেশিন প্রদান করা হয়েছে।
রবিবার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: রাশেদ আল মামুনের হাতে এই মেশিন টি তুলে দেন এস এস সি ২০০৭ ব্যাচের সদস্যরা। এ ছাড়াও তারা ৩০ টি অসহায় পরিবারের নিকট ঈদের খাদ্য সামগ্রী তুলে দেবেন।
এ সময় উক্ত ব্যাচের সদস্য ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডাঃ রাশেদ আল মামুন বলেন, ‘এই কন্সেনেট্রটর মেশিন দিয়ে আমাদের হাসপাতালের কোভিড ওয়ার্ডের মুমূর্ষ রোগীদের জরুরি সেবা দেওয়া সম্ভব হবে। তিনি এই উপহারের জন্য এসএসসি, ২০০৭ ব্যাচের সদস্যদের ধন্যবাদ জানান এবং সকলকে এই অতিমারীর সময় সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।
প্রসঙ্গত, এসএসসি,২০০৭ ব্যাচ গত দেড় বছর ধরে শৈলকুপায় নানা মানবিক কর্মসূচি পালন করে আসছে।