শৈলকুপায় করোনার থাবায় ৩ ঘন্টার ব্যবধানে স্বামী- স্ত্রীর মৃত্যু

Share Now..


শাহীন আক্তার পলাশ,শৈলকুপা প্রতিনিধি :

ঝিনাইদহের
শৈলকুপায় করোনার মরণ থাবায় মাত্র ৩ ঘন্টার ব্যবধানে রাহেলা খাতুন(৫০) ও
তার স্বামী নুর ইসলামের(৬০) মৃত্যু হয়েছে। উপজেলার বাগুটিয়া গ্রামের
বাসিন্দা মৃত্যু ব্যক্তিরা। মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে
এসেছে। তার মেয়েও করোনা পজিটিভ। জানা যায়, মঙ্গলবার সকাল ৮ টার
দিকে রাহেলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে
চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরপর তার স্বামী নুর ইসলামের
অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে বেলা ১১টা দিকে তারও
মৃত্যু হয়।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা; একে
এম সুজায়েত হোসেন জানান, রাহেলা খাতুন ও তার স্বামী গত ১০ দিন
জ¦র, সর্দ্দি, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে
ভূগছিলেন। মঙ্গলবার সকালে রাহেলাকে মৃত অবস্থায় পরিবারের সদস্যরা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত ব্যক্তির
নমুনা পূনরায় এন্টিজেন টেস্ট করলে তার করোনা পজিটিভ হয়। এরপর তার
অসুস্থ্য স্বামীকে হাসপাতালে ভর্তি রাখার পর অবস্থার অবনতি হলে তাকে
ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে রেফার করা হয় পরবর্তীতে
সেখানে তার মৃত্যু হয়।

One thought on “শৈলকুপায় করোনার থাবায় ৩ ঘন্টার ব্যবধানে স্বামী- স্ত্রীর মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *