শৈলকুপায় জেলা প্রশাসকের আর্থিক সহায়তা প্রদান
শৈলকুপা প্রতিনিধি ঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের আলফাপুর গ্রামে গত ২৪ মে (মঙ্গলবার) রাত ১১ টার দিকে ভয়াবহ আগুন লেগে সর্বস্ব পুড়ে যায় ১০টি পরিবারের। এই অগ্নিকান্ডে আনুমানিক ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। বুহস্পতিবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম ঘটনাস্থল পরিদর্শন ও আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন । এরপর মুক্তিযুদ্ধে নিহত আলফাপুর ও কামান্না স্মৃতিসৌধ পরিদর্শন করেন ও বগুড়া ইউনিয়ন পরিষদ ভবনে বিভিন্ন সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ ৫০০০ হাজার টাকা ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা, সহকারী কমিশনার (ভূমি) বনি আমিন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহেল আল মাসুম, বগুড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল ও স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ।