শৈলকুপায় তিন সার ব্যবসায়ী কে ৪০ হাজার টাকা জরিমানা
শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় সার নিয়ে বিভিন্ন অনিয়মের অপরাধে তিন সার ব্যবসায়ী কে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার সন্ধ্যায় শৈলকুপার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিনের নেতৃত্বে শৈলকুপার কাতলাগাড়ী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় সারুটিয়া বাজারের ব্যবসায়ী মোঃ আজাদ কে ১০হাজার টাকা মোঃ আবতাব কে ১০হাজার টাকা, সাব ডিলার মোঃ শোভন কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার ও সার ব্যবস্থাপনা আইন এ এসব জরিমানা আদায় করা হয়। বাজারের ক্ষুদ্র সার ব্যবসায়ী, সাব-ডিলার ও দোকানদার দের উদ্দেশ্যে সরকারী নিয়ম মেনে সার ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হাসনাতসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
কৃষি কর্মকর্তা ডঃ মাহফুজুর রহমান অভিযান প্রসঙ্গে জানিয়েছেন, অসাধু ডিলারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। ডিলার সহ সার কালোবাজারির কোন খবর পেলেই অভিযান চলবে এবং সার ব্যবস্থাপনা আইনে সাজা দেয়া হবে ।