শৈলকুপায় পৃথক সড়ক দূর্ঘটনায় একই স্থানে মাদ্রাসা শিক্ষকসহ
নিহত ২

Share Now..


শাহীন আক্তার পলাশ, শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় পৃথক সড়ক দূর্ঘটনায় একই স্থানে মাদ্রাসা শিক্ষকসহ ২ জন
নিহতের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১২ টা ও বিকাল ৪ টার দিকে
উপজেলার আসান নগর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন
উপজেলার আসাননগর এবিসিডি মাদ্রাসার শিক্ষক ব্রাহিমপুর গ্রামের
বাসিন্দা গোলাম রহমান(৫০) ও উপজেলার মহেশপুর গ্রামের ডাবলু
জোয়ার্দ্দারের ছেলে অংকন (১৭)।
জানা যায়,সকাল ১০ টার দিকে বাইসাইকেলযোগে মাদ্রাসায় যাওয়ার
পথে আসাননগর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা বি
আর টি সি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিক্ষক গোলাম রহমান মারা
যায়। অপরদিকে বিকাল ৪টার সময় একই স্থানে মোটর সাইকেল আরোহী
ও ইজি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে, এক পর্যায়ে মোটর সাইকেল
আরোহী রাস্তার উপর ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা ঘাটক
ট্রাক চাপা দিয়ে চলে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার
পথে ফরিদপুর নামক স্থানে পৌছালে মোটর সাইকেল আরোহী অংকন
মারা যায়।
এব্যাপারে শৈলকুপা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সঞ্জয় কুমার
দেবনাথ বলেন, এমন কোন ঘটনার ম্যাসেজ আমরা পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *