শৈলকুপায় প্রথম নারী সাব রেজিস্টার হিসাবে ইয়াসমিন শিকদার এর কার্যক্রম শুরু
শৈলকুপা প্রতিনিধি ঃ ঝিনাইদহের শৈলকুপায় প্রথম নারী সাব -রেজিস্টার হিসাবে কার্যক্রম শুরু করেছেন ইয়াসমিন শিকদার। রবিবার সকাল ১০ টার সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান শৈলকুপায় কর্মরত দলিল লেখক সমিতির সভাপতি কালী প্রসাদ ও সাধারন সম্পাদক মোঃ আক্তারুজ্জামান খান মনির সহ সদস্যবৃন্দরা । প্রায় শত বছরের ইতিহাসে শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে তিনিই প্রথম নারী কর্মকর্তা হিসাবে যোগদান করলেন।
তিনি জানান, প্রথমেই এ অফিসটি দুর্নীতিমুক্ত করা হবে এবং সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া দলিল হয় না জনসাধারনের এ ভুল ভাঙ্গাতে হবে । কোনো দালাল টাউটদের স্থান দেয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে দলিল হস্তান্তর করা হবে। আর এ ব্যাপারে তিনি শৈলকুপার জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান খান মনির বলেন,শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে তিনিই প্রথম নারী কর্মকর্তা হিসাবে যোগদান করলেন । আশা করি শৈলকুপার মানুষ তার দ্বারা উপকৃত হবে। আমরা সব সময় তার পাশে থেকে ভাল কাজ করতে চাই। ভাল কাজে তার প্রতি আমাদের সহযোগীতা থাকবে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিকদার পরিবারে তিনি জন্মগ্রহন করেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডি বিভাগে মাস্টার্স সম্পন্ন করে এমফিল করছেন। ৩৫ তম বিসিএস ক্যাডার। নারী সাবরেজিস্টার হিসাবে তিনি যোগদান করায় সর্বস্তরের মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।