শৈলকুপায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

Share Now..

শৈলকুপা প্রতিনিধি ঃ

ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ার বিল গ্রাম থেকে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী দিদাউর রহমান(৪২) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাত ১০ টার দিকে শৈলকুপা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের মৃত মোকলেচুর রহমানের ছেলে দিদাউর রহমানের সাথে একই উপজেলার দিগনগর গ্রামের তালেব বিশ^াসের মেয়ে শীলা খাতুন (২৬) এর সাথে বিয়ে হয়। বিয়ের ৮ বছর পর ২০১২ সালে পারিবারিক কলহের কারনে স্বামী দিদাউর রহমান তার স্ত্রী শীলা খাতুন কে গলা টিপে হত্যা করে এবং গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। হত্যার পর নিহত শীলা খাতুনের বাবা তালেব বিশ^াস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।মামলা হওয়ায় পর থেকে সে পলাতক ছিল । দীর্ঘদিন মামলা চলার পর আসামী পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই ঝিনাইদহ বিজ্ঞ আদালত স্ত্রী হত্যার দায়ে ¯¦ামী দিদাউর রহমান কে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেয় ।
এব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শৈলকুপা থানা পুলিশ স্ত্রী হত্যার দায়ে চরিয়ার বিল গ্রামে তার দ্বিতীয় শশুড় বাড়ি থেকে দিদাউর রহমান নামের এক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী কে গ্রেফতার করা হয়েছে।

273 thoughts on “শৈলকুপায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *