শৈলকুপায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত

Share Now..

শৈলকুপা প্রতিনিধি –
ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামে বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন খবির, মজিব , সফিউল, মোদাচ্ছের মোল্লা, ফরিদা, সহিদুল, আসিব, ফিরোজা,মিন্টু, ফজলু এবং মিজানুর।

আহত মোদাচ্ছের জানান, ওই গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেসময় ওই বাড়িতে উচ্চ স্বরে মাইক বাজানো জন্য খুবই সমস্যা হচ্ছিল। দিনের বেলায়ও এমন উচ্চস্বরে মাইক বাজালে ফিরোজ হোসেন মাইক বাজাতে নিষেধ করলে শাকিল এর লোকজন ফিরোজের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে শাকিল এর লোকজন ফিরোজ কে মারতে থাকে এ সময় আমরা তাকে ঠেকাতে গেলে আমাদেরকে মারধর করে তারা।

এ বিষয়ে জানতে চাই শাকিল এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, গতকাল উপজেলার ভগবাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছি। সেসময় ওই বাড়িতে উচ্চ স্বরে মাইক বাজানো হলে প্রতিবেশী ফিরোজ হোসেন নিষেধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে আজ শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে লোকজন আহত হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

One thought on “শৈলকুপায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত

  • August 13, 2024 at 3:26 pm
    Permalink

    Madeleine March 23, 2015 at 8:19 pm Reply Thank you Christine, for you response.
    You can always find it online and the price of glucophage quistes , a great treatment, by using online discounts
    However, left untreated, high blood pressure may result in adverse health effects.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *