শৈলকুপায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ও অবহিত করণ সভা অনুষ্ঠিত

Share Now..

শৈলকুপা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে শনিবার সকাল ১১টার দিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ও অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, ইউ এফ পি ও আব্দুল মজিদ,এসআই নাইমুজ্জামান, ইউপিআই সুপার আশরাফুজ্জামান ও মেডিকেল অফিসার শাহনেওয়াজ ইবনে কাশিম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন। ডিসপ্লে এর মাধ্যমে উপস্থিত স্বাস্থ্য কর্মীদের ভিটামিন এ বিষয়ক সচেতনতা মূলক পিকচার প্রদর্শন করেন শাহনেওয়াজ ইবনে কাশেম ।এসময় বক্তারা ভিটামিন এ সম্পর্কিত বিভিন্ন খাদ্য এবং ভিটামিন এ ক্যাপসুল বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *