শৈলকুপায় মোবাইল রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫, ৩ বাড়ী ভাংচুর
শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
দোকানে মোবাইল রাখাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। এসময় ৩ বাড়ী ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চর গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গতকাল ওই গ্রামের ইউনুস মন্ডলের চায়ের দোকানে মোবাইল রেখে বাড়ি চলে যায় একই গ্রামের ইউসুফ মোল্লা। পরে মোবাইল নিতে এলে ইউনুস তা নিজের বলে দাবি করে। এ নিয়ে ওইদিন ইউনুস ও ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় গতদিন দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।
মঙ্গলবার সকালে একই ঘটনার জেরে গ্রাম্য মাতব্বর বাদশা মন্ডলের লোকজনের সাথে সংঘর্ষ বাধে আরেক মাতব্বর কুদ্দুস মোল্ল্যার সমর্থকের । এতে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহত হয় উভয় পক্ষের অন্তত ১৫ জন।
আহতরা হলেন রাশেদ,মধু মন্ডল,কোরবান মন্ডল,রোকেয়া,শিপন মন্ডল, শখি, সের আলী ,আজাদ, আজিজুল সহ অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইউনুস মন্ডল , রাশেদ মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
উল্লেখ্য একই ঘটনায়, গত সোমবার দুপুরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত হন অন্তত আরো ১০ জন। সে সময়ও ১ টি দোকান ও ২টি বাড়ি ভাঙচুর করা হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, চরগোলক নগর গ্রামের ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো অভিযোগ পাইনি, লিখিত আভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
Victory awaits Are you ready to claim it Lucky Cola