শৈলকুপায় শিশুদের করোনার টিকাদান কার্যক্রম শুরু
শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল ১০ টা থেকে উপজেলার উমেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদানের মধ্যদিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
শিশুদের জন্য বিশেষ ভাবে তৈরি ফাইজারের টিকা উপজেলার ৪১ হাজার শিশুকে দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন জানান, শিশুদের মধ্যে প্রথম টিকাদান কর্মসূচী শুরু হল, তাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যথেষ্ট সতর্কতা মুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এখনও কোথাও সমস্যা হয়নি।
তবে শিশুদের টিকা দিতে পেরে সন্তুষ্টির কথা জানান অভিভাবকরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাইল হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান মিয়া ও প্রেসক্লাব নেতৃবৃন্দ।
Victory awaits Are you ready to claim it Lucky Cola