শৈলকুপায় স্ত্রীর দায়েরকৃত নারী নির্যাতন মামলায় সাংবাদিক গ্রেফতার
শৈলকুপা প্রতিনিধি ঃ
ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় সাংবাদিক হিসাবে পরিচিত এইচ এম ইমরান তার স্ত্রীর দায়েরকৃত নারী নির্যাতন মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শৈলকুপার কবিরপুর মোড়ে একটি চায়ের দোকান থেকে শৈলকুপা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ইমরানের স্ত্রী জানান, বেশ কিছুদিন ধরে তাকে শারিরীক নির্যাতন করে আসছিল। সম্প্রতি রাতে তাকে বেধড়ক মারপিট ও শারীরিক নির্যাতন চালিয়ে ঘরে আটকে রাখে। এমন কি চিকিৎসার জন্যে হাসপাতালে যেতে দেয়নি, তারপর ট্রিপল নাইনে ফোন করে পুলিশ এসে তাকে উদ্ধার করে।এরপর সে অসুস্থু অবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
এমন ঘটনায় আদালতে মামলা দায়ের করে ইমরানের স্ত্রী। আদালতের নির্দেশমতে শৈলকুপা থানায় মামলা রেকর্ড হওয়ার পর গ্রেফতার হলো সাংবাদিক হিসাবে পরিচিত এইচএম ইমরান । সে একাত্তর নিউজ টিভিসহ বিভিন্ন অন লাইন পত্রিকায় কাজ করে বলে জানা যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মামলা এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।