শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আ,লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
শৈলকুপা প্রতিনিধি ঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম হাকিম আহামেদ ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু ২ জুলাই শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
শনিবার উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোঃ আ, থালেক এর কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন তারা। উপজেলা নির্বাচন ও জেলা নির্বাচন অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসে দুপুর ১২টায় প্রথম আওয়ামী লীগ প্রার্থী ও জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ মনোনয়ন পত্র জমা দেন, এসময় ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, জেলা দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মতিয়ার রহমান বিশ্বাস, যুগ্ম আহবায়ক সরোয়ার জাহান বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, উপজেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শিকদার ওয়াহিদুজ্জামান ইকু প্রমুখ উপস্থিত ছিলেন।
অপর দিকে দুপুর ২ টায় স্বতন্ত্র প্রার্থী উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু তার কর্মী সমর্থক নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
উল্লেখ্য ১৫ ই মে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান শিকদার শেফালী বেগম মারা যান।যার ফলে নির্বাচন কমিশন গত ২৩ জুন উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী শনিবার ২ জুলাই মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন,৩ জুলাই মনোনয়ন পত্র বাছাই, ১৩ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ৩১ জুলাই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।