শৈলকুপা উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিস্কার
শৈলকুপা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরিফ রেজা মন্নুকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহাবায়ক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ^াস ও যুগ্ন আহবায়ক সরোয়ার জাহান বাদশা। বহিস্কৃত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আরিফ রেজা মন্নু উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক।
আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ জানান, দলের সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীতা প্রত্যাহার না করলে প্রচলিত নিয়মে সে বহিস্কার হবে। জেলা বা উপজেলা কমিটি তা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেবে বলে জানান।
এব্যাপারে বিদ্রোহী প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, উপজেলা আওয়ামীলীগ আমাকে বহিস্কার করেছে এমন কথা শুনেছি তবে শেষ পর্যন্ত আমি নির্বাচনে লড়ে যাবো।
আগামী ৩১ জুলাই দ্বিতীয় বারের মত শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।