শৈলকুপা জনতা ব্যাংক থেকে জাল ভাউচারের মাধ্যমে ৪ লাখ টাকা তুলে চম্পট, ১ নারী আটক
শৈলকুপা প্রতিনিধি ঃ
ঝিনাইদহের শৈলকুপা জনতা ব্যাংকের শাখা থেকে জাল ভাউচারের মাধ্যমে চার লাখ টাকা তুলে নিয়ে চম্পট দিয়েছে এক জালিয়াত চক্র। এ ঘটনায় সুমি নামে জালিয়াত চক্রের নারী সদস্যকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। আটক সুমি গোপালগঞ্জ সদর উপজেলার ছুটফা গ্রামের পরান শেখের মেয়ে।
জনতা ব্যাংকের শৈলকুপা শাখার ম্যানেজার শাহিনুর ইসলাম জানান, বিদেশ থেকে ব্যাংকে পাঠানোর রেমিট্যান্স এর টাকা ্ উঠানোর নকল ভাউচার তৈরি করে তারা। ব্যাংকে ভিড়ের মধ্যে ক্যাশ কাউন্টারে জমা দিয়ে চারটি ভাউচারে চার লাখ টাকা তুলে নেয় জালিয়াত চক্র। শেষ ভাউচার দিলে ধরে ফেলেন ব্যাংকের সংশ্লিষ্ট অফিসার। তারপর আটক করা হয় সুমিকে। অন্যরা টাকা নিয়ে পালিয়ে যায়। আটক সুমিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, ব্যাংকের সিল, ম্যানেজারের সিল, এমনকি তার সাক্ষরও জাল করেছে। জাতীয় পরিচয়পত্রটিও জাল।
শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক ঠাকুর দাস মন্ডল জানান,ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশ ব্যাংকে যায়। তারা বিষয়টি তদন্ত করছে।
At clinical examination, the dog showed poor general condition, dehydration, severe dyspnoea and profuse hemoptysis can i get cheap cytotec pill Finding and treating the underlying cause of your fatigue is the best way to restore your energy