শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন ওয়াহিদুজ্জামান ইকু
শৈলকুপা প্রতিনিধি ঃ
ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান ইকু শিকদার । শৈলকুপা পাইলট বালিকা বিদ্যালয়ের ৯ জন ম্যানেজিং কমিটির সমস্যদের সর্ব সম্মতিতে তিনি ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন। তিনি প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন সোনা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শিকদার শেফালী বেগমের ছোট সন্তান। তিনি উক্ত বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার সবাই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। তরুণ সমাজসেবক ইকু শিকদার এলাকার অনেক সমাজসেবামূলক কাজের সাথে জড়িত। এর আগে তিনি উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে সুনামের সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
ওয়াহিদুজ্জামান ইকু শিকদার বলেন, সবার দোয়া ও সহযোগীতা নিয়ে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। সবার আগে আমার নজর থাকবে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার দিকে সেইসাথে শিক্ষক- শিক্ষিকারা যাতে সময়মত ক্লাস নিয়ে শিক্ষার মান উন্নয়ন করতে পারে। এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে আমার সার্বিক সহযোগীতা থাকবে।