শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মত বিনিময়
\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা শাখার নেতৃবৃন্দ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় শৈলকুপা প্রেসকøাব কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় অনুষ্ঠানে নেতৃবৃন্দ সাংবাদিকদের বস্তনিষ্ঠ ও সমাজের বিভিন্ন ধরনের অসংগতি তুলে ধরার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন সাংগঠনিক সম্পাদক জুলকার নাইন, ইপজেলা কমিটির শুরা সদস্য আ. রাজ্জাক, মোঃ লতা, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন, ওয়ার্ড কমিটির সদস্য মিজানুর রহমান সহ জামায়াত ইসলামী শৈলকুপা শাখার নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহীন আক্তার পলাশ, সাবেক সভাপতি ভোরের ডাক ও গ্রামের কাগজের উপজেলা প্রতিনিধি এম হাসান মুসা, নির্বাহী সদস্য ও সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু, নয়াদিগন্ত ও লোক সমাজের উপজেলা প্রতিনিধি মফিজুল ইসলাম, স্পন্দন পত্রিকার উপজেলা প্রতিনিধি মাসুদুজ্জামান লিটন, ভোরের কাগজ ও শৈলকুপা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, ৭১ টিভির এইচ এম ইমরান, সাংগাঠনিক সম্পদিক ও খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি চঞ্চল মাহমুদ, অর্থ সম্পাদক ও আমার সংবাদের উপজেলা প্রতিনিধি আব্দুল জাব্বার ও মানবজমিন প্রতিনিধি ওয়ালিউল্লাহ ওলি, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক স¤্রাট হোসেন ও দৈনিক ডাকুয়ার উপ সম্পাদক এ এস এম আলিমুজ্জামান, শৈলকুপা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শহিদুজ্জামান বাবু, ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সদস্য শিহাব মল্লিক বোরহান উদ্দিন, কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ইমন খান, রামিম হাসান, গ্রামের কন্ঠের মেহেদী হাসানসহ প্রমুখ।